পিবিএ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল উপর পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হটাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে সেখানেই তিনি মারা যান। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলে মাটিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।