
মহাসড়কে সরকারী বিধিনিষেধকে উপেক্ষা করে কিছু অসাধু কর্মকর্তার আতাতে এভাবেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অগনিত মরণফাঁদ। ব্যস্ত মহাসড়কে চলছে অসুস্থ প্রতিযোগিতা। ফলশ্রুতিতে প্রতিনিয়তই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। তবুও দেখভালের তোয়াক্কা নেই সংশ্লিষ্টদের। ছবিটি রাজশাহী-কুষ্টিয়া মহাসড়ক দাশুড়িয়া রুপপুর থেকে তোলা। সোমবার, ২৭ সেপ্টেম্বর। ছবি : পিবিএ
