মাকে আনতে যেয়ে বাসের ধাক্কায় মেয়ে নিহত

accdent
আহত নাসিমা বেগমের পাশে বসা মেয়ে মৌসুমি আক্তার।

পিবিএ,ঢামেক: রাজধানীর গাবতলী মাজার রোডে যাত্রীবাহী বাস ধাক্কায় রহিমা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার মেয়ে নাসিমা বেগম (৪০) ও নাতনী উম্মে ইশরাত জাহান মেঘা (৯)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
নাটোর দত্তপাড়ায় বাড়ি তাদের।

আহত নাসিমা বেগমের ছেলে মো সিদ্দিকুর রহমান জানান. তিনি মোহম্মদপুর এলাকায় থাকেন। তার মা নাসিমা, ছোট বোন মেঘা ও নানী রহিমা বেগম তার বাসায় বেড়াতে আসতেছিলেন। তিনি নিজে গাবতলী তাদেরকে আনতে যান। পরে তাদের সহ গাবতলী মাজার রোডের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে শ্যামলী গামী গোল্ডেন লাইনের একটি দ্রুত গতীর বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ৩ জন আহত হয়।সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। আর আহত ২ জন চিকিৎসাধীন আছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...