মাগুরার শালিখায় একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড

মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের একটি প্লাইউড কারখানায় গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে কারখানার যন্ত্রপাতি ও উৎপাদিত পণ্য পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। সকাল ৭টার দিকে কারখানা চলমান অবস্থায় ফার্মিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আর কে ডোর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি জুয়েল হোসেন জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা কারখানায় কাজ করছিল। হঠাৎ করে তারা দেখতে পায় ফার্মিক হিটার থেকে আগুন বের হতে শুরু করেছে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করে ও মাগুরা ফায়ার সার্ভিসে ফোন করে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ ব্যাপারে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাসুদুর রহমান জানান, সকাল ৭ টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে ১ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে ফার্মিক হিটার অতিরিক্ত গরম হয়ে আগুণ ধরে যায়। পরবর্তীতে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...