পিবিএ,মাগুরা: মাগুরায় করোনা পরিস্থিতিতে সদর উপজেলার গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য ৭’শ প্যাকেট খাদ্যসামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আশা মাগুরা শাখা।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের কাছে তুলে দেন ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, আশা মাগুরা জেলার পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আশা’র সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা প্রশাসকের নিকট ৭’শ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছি। এখানে প্রতি প্যাকেটে, পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১কেজি লবন রয়েছে। এছাড়া জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলাতেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
পিবিএ/ মোখলেছুর রহমান/এএম