মাগুরায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত

মোখলেছুর রহমান,মাগুরা: মাগুরায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ জনে দাঁড়ালো। এ পর্যন্ত আক্রান্ত ২ জন মারা গেছেন।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্ত হওয়া ৫ জনের মাগুরা সদরে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ জন। এ পর্যন্ত ১ হাজার ১১৯ জনের নমুনা পাঠানো হলেও ৯ শত ৬৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে মৃত্যু বরণ করেছে ২ জন। শনাক্তদের মধ্যে ইতিমধ্যে ২০ জন সুস্থ হয়েছেন। হোম আইসোলেশনে ২৭ জন ও ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...