পিবিএ,মাগুরা: শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মাগুরায় জেলা কৃষক লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০ টায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, কৃষকলীগ নেতা সাইফুল ইসলামসহ প্রমুখ। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান করেন দলের শতাধিক নেতাকর্মীর।
পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ