মাগুরা প্রতিনিধি:মাগুরা মটরযানের ১৭’শ ৫০ কর্মহীন চালক ও শ্রমিকদের পাশে দাঁড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।গতকাল বুধবার সকালে মটর শ্রমিক ইউনিয়ন অফিসে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন এসব শ্রমিকরা কোন প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সহায়তা না পাওয়ায় ব্যক্তি উদ্যোগে সাইফুজ্জামান শিখর এমপি তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক বাবু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা।
মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু বিশ্বাস জানান, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে প্রায় সব ধরনের মটর যান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা। কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন সহায়তা না পাওয়ার বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি ব্যক্তি উদ্যোগে তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ১৭’শ ৫০ জন বেকার শ্রমিকের প্রত্যেককে ৮ কেজি চালসহ বিভিন্ন খাদ্য উপকরণ উপহার দিয়েছেন।
পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ