মো: এনামুল হক,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় তৈরি চোলাই মদসহ আবুল কালাম আজাদ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। কালাম বেলছড়ি ঢাকাইয়া পাড়ার মৃত আব্দুর সোবহানের ছেলে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে মাটিরাঙ্গা চট্টগ্রাম লোকাল বাস্ট্যান্ট এলাকার চৌধুরী মার্কেট এর একুশে কপি হাউমের সামনে থেকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাসুদ আলম পাটওয়ারীর নেতেৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদসহ আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিলিশ।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয় ঘটনার সত্যতা যাচাই করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।