মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত ১

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি): পাবর্ত‌্য খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গার বেলছড়িতে ট্রা‌কের চাকায় পিষ্ট হ‌য়ে রুমা আক্তার (২১) না‌মে এক নারী নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকা‌লে‌ বেলছ‌ড়ি ইউনিয়নের আম বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত রুমার চাচা আবুল হা‌সেম জানান,গত ২০আগষ্ট রুমার দাদী মারা যায়। স্বামীর বা‌ড়ি নোয়াখালী হ‌তে দাদী কে শেষ বা‌রের মত দেখ‌তে করাল‌্যাছ‌ড়ি বাবা রওশন আলীর বা‌ড়ি‌তে আ‌সে রুমা। আজ পুনরায় নোয়াখালীর সেনবা‌গে স্বমীর বা‌ড়ি‌তে যাওয়ার উ‌দ্দে‌শ্যে সকালে মা‌হিন্দ্র যো‌গে মা‌টিরাঙ্গা আসার প‌থে বেলছ‌ড়ির আম বাগান এলাকায় আস‌লে মা‌হিন্দ্র থে‌কে ছিট‌কে প‌ড়ে বিপরীদ দিক থে‌কে আসা মালবা‌হি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮-৬৬৫৯) এর পিছ‌নের চাকার নি‌চে প‌ড়ে যায়। এ‌তে মাথা থেত‌লে গি‌য়ে ঘটনাস্থ‌লে রুমা মারা যায়।

নিহত রুমার ৬মা‌সের এক‌টি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে।

মা‌টিরাঙ্গা থানান অ‌ফিসার/ ইনচার্জ মুহাম্মদ আলী ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল থে‌কে মৃতদহ উদ্ধার ক‌রা হ‌য়েছে । ট্রাক ও মা‌হিন্দ্রের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। গা‌ড়ি দু‌টি পুলিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আইন কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

আরও পড়ুন...