
পিবিএ,ঢাকা: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ পলাশ (৩২)’কে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
গতকাল (১৭ জানুয়ারি) রাত ২১.০০ ঘটিকায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ পলাশ (৩২)’কে ডিএমপি ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
বিগত ২৩/১০/২০১৮ইং সালে ৯৮ গ্রাম হেরোইন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোঃ পলাশ গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার, কদমতলী থানায় মামলা নং-৫৭, তারিখ ২৩/১০/২০১৮ইং, ধারা-১৯(১) এর ১(খ), ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি ০১ বছর ০১ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে আসামি মোঃ পলাশ পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামি মোঃ পলাশ (৩২)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে পলাতক সাজাপ্রাপ্ত মোঃ পলাশ (৩২)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার কদমতলী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে। জানা যায়, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।