মানিকগঞ্জে দুস্থ খেলোয়াড়-পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিবিএ,মানিকগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে মানিকগঞ্জে এক হাজার দুঃস্থ খেলোয়ার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথমে দুঃস্থ্য খেলোয়াদের খাদ্য সহায়তা দেয়া হয়।পরে ঘিওর উপজেলার সদর ইউনিয়ন, সিংজুরি ও বৈকন্ঠপুর গ্রামে দুঃস্থ নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন ও সাবান।

বিসিবি পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এই ত্রান বিতরণ করেন । এসময় জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুয়োর্গ মুহুর্তে দুঃস্থ্যদের সহায়তার জন্য বিসিবি ত্রান কর্মসুচী হাতে নিয়েছে। তিনি সকল বিত্তবান ব্যাক্তিকে দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান। এর আগে নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার বিল্টুর পরিবারকে ২৫ হাজার টাকা আর্র্থিক সহায়তা দেন।

পিবিএ/মনিরুল ইসলাম মিহির/বিএইচ

আরও পড়ুন...