মানিকগঞ্জে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার গুলুটিয়া গ্রামে পারিবারিক কলহে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। নিহত আনোয়ার রহমান খান (৮৫) এর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারী ছেলে তানজিম হাসানকে আটকও করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বৃদ্ধ আনোয়ার ও তার একমাত্র ছেলে তানজিম হাসান (২৮) ওই বাড়ির একটি ঘরে থাকতেন। আনোয়ার দীর্ঘ ১০/১১ বছর ধরে প্যারাইলিস রোগী ছিলেন। পরিবারের অন্য কেউ না থাকায় একমাত্র ছেলে হাসান তার দেখাশুনা করতো। প্রতিদিনের মত রবিবার রাতে খাবার খেয়ে বাপ-বেটা ঘুমিয়ে পড়ে। সকালে প্রতিবেশী এক নারী ঘরের দরজা খোলা দেখে ঘুরে ঢুকে আনোয়ারের রক্তাক্ত মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। এসময় ছেলে হাসানকে না পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়।

ওসি আরো জানান, হত্যাকান্ড ঘটানো রক্তমাখা ধারালো ছুরিটি বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। বেলা ১২টার দিকে পুলিশ সদস্যরা সদর উপজেলার ডাউটিয়া এলাকা থেকে ছেলে হাসানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...