মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

Road-Accidentমোঃ শরিফুল ইসলাম, পিবিএ,মানিকগঞ্জ: জেলার শিবালয়ে প্রাইভেটকার চাপায় সজিবর রহমান (৭০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশপ্রাইভেটকারসহ চালককে আটক করেছে।

নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, মাছ ও হাঁস মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক ছিলেন সজিবর। কাজেযোগ দেয়ার জন্য প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে তিনি কারখানার সামনে আসেন।রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি অটো লক হয়ে গেলে স্থানীয়রা চালককে আটক করে।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পিবিএ/এসআই/এইচএইচ

আরও পড়ুন...