মানিকগঞ্জে বিসিবির পক্ষ থেকে দুস্থদের উপহার সামগ্রী পৌঁছে দিলেন এমপি

পিবিএ,মানিকগঞ্জ: করোনায় মহামারী দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরামর্শে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর উদ্যোগে সারাদেশে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন সিংজুরী ইউনিয়নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় দুস্থ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এতে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, লবন, সাবান প্রদান করা হয়। এ সময় সকলের উদ্দেশ্যে সাংসদ দুর্জয় বলেন, করোনায় ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে , নিজে সুরক্ষিত থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন,করোনার প্রাদুর্ভাবে কর্মহীন কোন দুস্থ পরিবার না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে ছিলেন ,আছে এবং থাকবে । এ দুর্যোগ মোকাবেলায় তিনি প্রশাসন ও দলীয়ভাবে সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ দুর্জয় তার নির্বাচনী এলাকা ঘিওর ,দৌলতপুর, শিবালয়ে ব্যক্তিগত ও সরকারি তহবিল হতে খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে সিংজুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার এর সভাপতিত্বে ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তার, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইয়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিংজুরী ইউপি সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান সূর্য , জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক গৌরঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল আজম আজাদ দুলাল, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী,সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এরপর ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে দেড় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ দুর্জয় । এর আগে সকালে মানিকগঞ্জ সদরে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ( বিসিবির) পক্ষ থেকে দেড় শতাধিক দুঃস্থ খেলোয়ারদের খাদ্য সহায়তা প্রদান করেন বিসিবি বোর্ড পরিচালক মানিকগঞ্জ -১ আসনের ‌সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...