মানুষ যেমন নানারকম জিনিস দিয়ে নানা কায়দায় নিজেদের বাড়ি বানায়- কেউ ইট, কেউ পাথর, কেউ বাঁশ-কাদা, কেউ মাটি; কারো এক-চালা, কারো দো-চালা- পাখিরাও সেরকম নানা জিনিস দিয়ে নানা কায়দায় নিজেদের বাসা বানায়। কেউ বানায় কাদা দিয়ে, কেউ বানায় ডাল-পালা দিয়ে, কেউ বানায় পালক দিয়ে, কেউ বানায় ঘাস দিয়ে। তার গড়নই বা কতরকমের- কারো বাসা কেবল একটি ঝুড়ির মতো, কারো বাসা গোল, কারো বাসা লম্বা চোঙার মতো। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া থেকে তোলা। সোমবার, ৮ জুন। ছবি : পিবিএ/তুহিন হোসেন।

আরও পড়ুন...