মান্দার কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের ৭ জন পরীক্ষার্থী বহিস্কার

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের ৭ জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আরবি ২য় পত্র পরীক্ষায় নকল করার অপরাধে গোয়লমান্দা খোড়ারঘাট দাখিল (ননএমপিওভূক্ত) মাদ্রাসার পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ও চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মুহাঃ মামুনুর রশিদ বলেন, কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির মাধ্যমে কক্ষে প্রবেশ করানো হয়। কিন্তু গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই ৭ জন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা গোয়লমান্দা খোড়ারঘাট দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী বলে জানিয়েছেন তিনি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আর যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন...