পিবিএ,ডেস্ক: বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৪র্থ বারের মত বাংলাদেশের প্রধান মন্ত্রী নির্বাচিত হওয়ায় মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মালদ্বীপের রাজধানীর সি বিল্ডিংয়ে নাসিরনগর উপজেলার মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপত্তিত্বে ও উক্ত সংগঠনের অর্থ সম্পাদক এমনামুল হক জাকিরের পরিচালনায় সেখানকার স্থানীয় সময় রাত ৮টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মালদ্বীপ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্ঠা ও বিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ.আর মামুন সহ অন্যান্যরা। বিষেশ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মোঃ আবুল কাসেম হাওলাদার ও স্থানীয় জামাল উদ্দিন স্কুলের শিক্ষক মোঃ শফিকুল ইসালম।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কিৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিবিএ/ইএইচকে