মো: এনামুল হক,মাটিরাঙ্গা প্রতিনিধি: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” শ্লোগানে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২ মার্চ ) বেলা ১১ টায় মাটিরাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশ্রাফুল আলম, আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, সমবায় অফিসার আমান উল্লাহ খান, আইসিটি কর্মকর্তা রাজিব রায় চৌধুরী মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পটোয়ারী প্রমুখ।