
মো:এনামুল হক,মাটিরাঙ্গা প্রতিনিধি: দেশে চলমান প্রেক্ষাপটে বিরাজমান পরিস্থিতিতে দলীয় নিয়ম শৃংখলা বজায়ে রেখে দলকে আরো গতিশিল করার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলাধীন আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাটিরঙ্গা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালালের সঞ্চালনায় ও আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব মিয়া রাইটারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী ,সাধারণ সম্পাদক বদিউল আলম বদি,উপজেলা যুবদল আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ আমতলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।