মা‌টিরাঙ্গায় ভারতীয় শাড়ীসহ আটক ২

মোঃ এনামুল হক,মা‌টিরাঙ্গা(খাগড়াছ‌ড়ি): পার্বত‌্য খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বিপুল প‌রিমান ভারতীয় শাড়ী ,২জন চোরাকারবা‌রি‌ ও এক‌টি মি‌নি ট্রাক আটক আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ। ২০ আগষ্ট শ‌নিবার সকা‌লে মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার/ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃ‌ত্বে মা‌টিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড চেয়ারম‌্যানপাড়া ও ২ নং ওয়ার্ড নতুন পাড়ার দশ নম্বার এলাকা থে‌কে পৃথক অ‌ভিযা‌নে সর্ব মোট ২২৮‌টি ভারতীয় শাড়ী আটক করা হয়। যার বর্তমান বাজার মুল‌্য প্রায় ১৩লখ টাকা।

এ‌কই স‌াথে আটকৃতরা হ‌লেন,মা‌টিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড মি‌স্তিরী পাড়ার আব্দুল মান্না‌নের ছে‌লে রু‌বেল(২৯) এবং ৩নং ওয়ার্ড কা‌জিপাড়ার আব্দুর র‌হি‌মের ছে‌লে রু‌বেল (২৭)। আটকৃত ভারতীয় শাড়ী গু‌লো বি‌ধি মোতা‌বেক আ‌ই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে।

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার/ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মা‌টিরাঙ্গা পৌর সভার চেয়ারম‌্যানপাড়া ও নতুন পাড়ার ১০ নম্বর এলাকায় পৃথক দু‌টি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে এক‌টি মি‌নিট্রাক ,দুইজন আসা‌মি ও অনুমান তের লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক করা হ‌য়ে‌ছে। এ বিষয় মা‌টিরাঙ্গা থানায় পৃথক দু‌টি মামলা হ‌য়ে‌ছে। অতী‌তের মত মা‌টিরাঙ্গা থানা পু‌লিশের চোরাচালা‌নের বিরু‌দ্ধে নিয়‌মিত অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

আরও পড়ুন...