
মোঃ এনামুল হক ,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি): দল মত নির্বিশেষে সকলের অংশ গ্রহনে নানা আয়জনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
২২জুন বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে ।
১১৬জন ভেটারের মধ্যে ১১১জন ভোটার তাদের নিজের পছন্দের প্রার্থীর অনুকুলে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করার লক্ষ্যে ভোট প্রদান করেছেন।
সভাপতি পদে মনির হোসেন (মোবাইল) প্রতীক নিয়ে ৬৩ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিধ্বন্ধি সমিতির বর্তমান সভাপতি রফিকুল ইসলাম (চেয়ার) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট। সহ সভাপতি পদে আব্দুল ওয়াদুদ (দেওয়ালঘড়ি) প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিধ্বন্ধি মোঃ এনামুল হক (হারিকেন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ ফরাজী (ফুটবল) প্রতীকে ৬৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিধ্বন্ধি ডাঃ আব্দুল মুনাফ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে শাহজাজহন (হরিণ) প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছন। তার নিকটতম প্রতিধ্বন্ধি মোঃ পেয়ার আহাং(মই) প্রতীকে পেয়েছেন২৯ ভোট।
সাধারণ সদস্য ৫ পদের জন্য ৮ জন প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৯৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম। অন্যন্য সদস্যরা হলেন যথাক্রমে ,আব্দুল কাদের মজুমদার,খোকন মিয়া,মমিনিুল ইসলাম ও আবদুল মমিন/মমিনুল হক।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বাহাদুর খান, প্রিসাইডিং অফিসার হিসেবে আছেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় ও পল্লিউন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির মজুমদার ,সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাটিরাঙ্গা থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ হাসানে নেতৃত্বে রয়েছে পুলিশ সদস্যের দল।