
পিবিএ,ডেস্ক: আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ৮১ বছর বয়সী এইলিন ম্যাককেন প্রথমবারের মতো দেখা পেলেন তার মায়ের। জন্মের পরই তার মা আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় রেখে আসেন এইলিনকে।
গত শনিবার ছিল তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।এইলিন জানান, স্কটল্যান্ডে গিয়ে যখন প্রথম তার মা এলিজাবেথকে তিনি দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন।
এইলিন তাঁর কাছে গিয়ে তাকে বলেন, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন তার মা তাকে বলেন, ‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’এইলিনের ভাষায়, আমি তাকে কাছে পেয়ে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’।একথা শোনার পর মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’
পিবিএ/এইচটি