পিবিএ ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’। বর্তমানে এ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত তিনি। সিনেমার প্রচারে এসে দ্বিতীয় সন্তান নেওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘না, দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা আপাতত নেই। তিন বছর বয়েসি তৈমুরের জন্য সময় বের করাই আমার আর সাইফের জন্য কঠিন হয়ে পড়েছে। আমি আর সাইফ আরো কিছু সময় তৈমুরের সঙ্গে কাটাতে চাই। আর পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনে আমরা ভারসাম্য বজায় রাখতে চাই।
২০০৭ সালে প্রেমের সম্পর্কে জড়ান সাইফ-কারিনা। ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে প্রেমের কথা জানান সাইফ আলী খান। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের সংসার আলো করে আসে তৈমুর আলী খান।
‘গুড নিউজ’ সিনেমায় দীর্ঘ দিন পর একসঙ্গে অভিনয় করলেন কারিনা-অক্ষয়। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে। দিলজিত দোসাঞ্জ ও কিয়ারা আদভানি জুটিকেও এ সিনেমায় দেখা যাবে। রাজ মেহতা পরিচালিত এ সিনেমা আগামী ২৭ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
পিবিএ/বিএইচ