মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় আইনের শাসন প্রতিষ্ঠা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন নির্যাতিত ভুক্তভোগী পরিবার।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ওই গ্রামের শত শত নারী-পুরুষ অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তব্য রাখেন, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইব্রাহীম খলিল, তুলাতলী জামে মসজিদের ইমাম ফরিদ উদ্দিন, ভুক্তভোগী ঈসা খান ভূট্ট, লামিয়া বেগম, জোহরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ভূমিদস্যু জালিয়াতি চক্রের দুলাল হাওলাদার, নজরুল হাওলাদার, ইমরান, হাসান, জসিমসহ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

 

 

আরও পড়ুন...