পিবিএ ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। অভিযানের সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
অ্যান্টি টেরিরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মহিদুজ্জামান জানিয়েছেন: শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা দেশী অস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় জঙ্গি নেতা আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। জঙ্গিদের হামলায় আহত হন পুলিশের ৩ সদস্য।
অভিযানে দেশীয় অস্ত্র, বিস্ফোরকের ধ্বংসাবশেষ এবং বিপুল উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দুই নারীসহ ৫ জঙ্গিকে আটকের পর এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
পিবিএ/বাখ