মা বাবার সাথে অভিমান করে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মা বাবার সাথে অভিমান করে নবম শ্রেণির এক ছাত্রী আত্নহত্যা করেছে। শনিবার বিকালে উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ছাত্রী এলি হালদার (১৬) উক্ত গ্রামের অনুকুল হালদারের মেয়ে ও স্থানীয় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, মা বাবার সাথে অভিমান করে গত তিনদিন ধরে খাবার খেতো না । মা গীতা ও বাবা অনুকুল প্রতিদিনের মত শনিবার সকালে বাড়ির বাহিরে ডিম বিক্রি করতে যায় । এ সুযোগে শনিবার বিকালে সবার অজান্তে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করে । সিন্দিয়াঘাট ফাঁড়ির এস আই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

পিবিএ/হুসাইন আহমদ কবির /ইকে

আরও পড়ুন...