মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

পিবিএ,ঢাকা: একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘ডিএসইসি মুক্তিযোদ্ধা সম্মাননা-২০১৯’ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আজকে আমরা যে স্বাধীনতার ফল ভোগ করছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের জন্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না।

পরে তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আবদুল মোতালেব, সাইফুল ইসলাম, তরুণ তপন চক্রবর্তী, মীর মোস্তাফিজ আহমেদ, খোন্দকার আতাউল হককে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমকালের উপসম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।

সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমন সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পদক মুক্তাদির অনিক। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বশির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন ও নাসিমা আক্তার সোমা।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসান হৃদয়, আনজুমান আরা শিল্পী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জহিরুল ইসলাম প্রমুখ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...