পিবিএ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে থেমে নেই আক্রান্তের সংখ্যা। বেড়েই চলেছে আক্রান্ত। দুইজন চিকিৎসক একজন পুলিশ কর্মকর্তা ডাক বিভাগের চারজন সহ নতুন করে আরো ২৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় জেলায় ২৭২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন । মারা গেছেন ১১ জন।
মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ২৭ জনের ২০ জনই মুন্সীগঞ্জ সদরের । এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা শতকের ঘর ছাড়িয়ে গেলো। মুন্সীগঞ্জ সদর উপজেলায় এখন শনাক্ত সংখ্যা ১১৭। সদরের নতুন ২০ জনের মধ্যে দু’জন ডা. মো: সালাউদ্দিন (৩৮) এবং ডা: মো.তাজুল ইসলাম (৫০) রয়েছেন। অপরদিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের বিশেষ শাখার (ডিআইও-১, ডিএসবি) ইন্সপেক্টর মিজানুর রহমানের (৪৮) করোনা শনাক্ত হয়েছেন।
এছাড়া মুন্সীগঞ্জ প্রধান ডাকঘরের ৪ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হিসাব রক্ষক আলী আজগর (৪৩), অপারেটর মোহাম্মদ হোসেন (৪৫) খোরশেদ আলম (২৯) ও আউটসোর্সিং ফজলে রাব্বি (২৩) । মুন্সীগঞ্জ সদরের মধ্যে আরও রয়েছেন- সিভিল সার্জন অফিসের দু’জন জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক পুরুষ (৫৬) এবং ইপিআই কর্মচারী পুরুষ (৫২), শহরের ইদ্রাকপুরে কিশোরী (১৩), উত্তর ইসলামপুরের পুরুষ (৫০), মাঠপাড়া গ্রামের পুরুষ (৩৭) ও পুরুষ (১৯), জিপিএই এই কমপ্লেক্সে কন্যা শিশু (২), আধারিয়াতা গ্রামের মহিলা (৭০) ও পুরুষ (১৯), বাগেশ^র গ্রামের বছরের কন্যা শিশু (৬)। রামপালে ভাই (৯) ও বোন (৫)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সুখবাসপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার মকবুল হোসেন ব্যাপারীর (৭৫) করোনা শনাক্ত হয়েছে।
শ্রীনগরে ১ জন এবং লৌহজংয়ে ৬ জনের নতুন করোনা করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জনই নার্স। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিসংখ্যান কর্মী পুরুষ (৫২) এবং ১৩ বছরের অপর এক কিশোর রয়েছে। অপর একজন শ্রীনগরের এক পুরুষের (৪০) করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, সোমবার ৭, ৮ ও ৯ মে পাঠানো নমুনার মধ্যে ২০২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৭ জন পজেটিভ।
পিবিএ/মোঃ আল মামুন/এএম