মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের পাশে মৃণাল কান্তি দাস

আল মামুন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাংস্কৃতিক কর্মীদের মাঝে উপহার সামগ্রীর অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস বলেন, ‘করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়’

তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করার সর্বেশ্রেষ্ঠ সময় হচ্ছে এখন। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা যতদিন আছি ততদিন সাধারণ মানুষকে কষ্ট থাকতে দিবো না। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ২৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ৫০ লিটার তেল, ৫০ কেজি পিয়াজ, ৫০ কেজি আলু ও ৫০ কেজি লবন।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সম্মিলিত সাংস্কুতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সহ সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, হিরণ-কিরন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কাউসার তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাকসুদ হোসেন, মিমুন দাস, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ, শহর ছাত্রলীগের দপ্তর সম্পাদক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি হোসেন, ছাত্রলীগ নেতা তাওহিদুল ইসলাম সিয়াম।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...