মোঃ আহাদ মিয়া,মৌলভীবাজার: মুসলমান বাড়িতেই ১০ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন ভূমিহীন এক দরিদ্র হিন্দু পরিবার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া দুর্গম পাহাড়ে মুসলিম পরিবারের সাথে দীর্ঘ১০ বছর যাবত একসাথে বসবাস করে আসছেন হিন্দু পরিবারটি। নাম ক্ষিতিশ দেবনাথ (৪৫) আদি নিবাস মৌলভীবাজারের ঘোড়াচাউ এলাকায় এবং শ্বশুর বাড়ি মুন্সিবাজারের লক্ষ্মীপুুরে।
নিজের আত্ম সম্মান রক্ষার স্বার্থে শ্বশুরবাড়ি না থেকে পরিবার নিয়ে বেড়িয়ে আসেন কর্মের খোঁজে, কোথাও জায়গা না পেয়ে অবশেষে ঠাই হয় মুসলিম পরিবারে। আশ্রয় দাতা নজরুল ইসলাম(৪২) বলেন ক্ষিতিশ দেবনাথের কোন বসতভিটা নেই, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে কোথায় যাবে, তাই মানবিকতার কারনে আমাদের বাড়িতে ওনাদের ঘর বানিয়ে থাকতে বলেছি। ক্ষিতিশ দেবনাথের সহধর্মিণী অঞ্জলি দেবী বলেন আমরা এখানে ১০ বছর যাবত বসবাস করছি, আমরা আমাদের ধর্ম,পূজা এখানেই পালন করি কোন সমস্যা হয়নি। ক্ষিতিশ দেবনাথের সংসার চলে পাহাড়ে ও গ্রামে দিনমজুরের কাজ করে। কর্ম করে যা আয় করেন পরিবার ও ছেলে মেয়ের লেখাপড়ায় চলে যায়। টাকা উপার্জন করে বসতভিটা ক্রয় করবেন করতে করতে ১০ বছর পেড়িয়ে গেলোও হয়নি নিজের একটু মাথা গোছার ঠাই। ক্ষিতিশ দেবনাথের সহধর্মিণী অঞ্জলি দেবীর সাথে আলাপকালে জানা যায় আর্থিক অসচ্ছলতার কারনে বসবাসের জন্য কোন বসতভিটা ক্রয় করতে পারেন নি। স্বামী ক্ষিতিশ দেবনাথ দিনমজুরের কাজ করে ৪ জনের সংসারসহ স্কুল পড়ুয়া ছেলে মেয়ের খরচ চালাতে কষ্ট হয় বিধায় ১০ম শ্রেণীর ছাত্র ছেলে পলাশ দেবনাথকে মামার বাড়িতে পাঠিয়েছেন। সংক্রমণ করোনা ভাইরাস প্রাদুর্ভাব হওয়ায় বর্তমানে কোন কাজকর্ম করতে পারছেন না। অঞ্জলি দেবী বলেন বর্তমানে আমরা যে মুসলমান বাড়িতে বসবাস করছি, সেখানেই থাকবো যতদিন না নিজেদের জায়গা না হবে।
আমরা এক বাড়িতে হিন্দু মুসলিম মিলেমিশে থাকি কোন ঝগড়া -ঝামেলা হয় না। আত্মীয় স্বজনের মতো আমরা চলাফেরা করি, কেউ বুঝতে পারে না আমরা দুুুই ধর্মের মানুষ। সত্যি এ যেনো অসাম্প্রদায়িকতার এক মিলন বন্ধন। এক বাড়িতে দুই ধর্মের অনুসারী, কেউ আল্লাহ আবার কেউ ভগবান ঢাকছেন। হঠাৎ কেউ গেলে বুঝতে পারবেন না এখানে দুই সম্প্রদায়ের মানুষের বসবাস । অবাধে একজন আরেকজনের ঘরে আসা যাওয়া করছেন এমন মধুর সম্পর্কের কাছে সাম্পপ্রদায়িকতা যেনো নতি স্বীকার করেছে। বিশিষ্ট জনেরা মনে করেন এটি অসাম্প্রদায়িকতার একটি আর্দশ, এখান থেকে সাম্প্রদায়িক উগ্রবাদীদের শিক্ষা নেওয়া উচিৎ। ক্ষিতিশ দেবনাথ ও নজরুল ইসলাম কেবল মানবিকতাকে মূল্যায়ন করেছেন, তাদের কাছে সাম্প্রদায়িকতা কিছুই নয়, মানবতাই ধর্ম ।
পিবিএ/মোঃ আহাদ মিয়া/এএম