মেক্সিকোতে হিটম্যানের ছেলেকে উদ্ধারে সংঘর্ষ, নিহত ১২

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সোনোরার হারমোসিলোর কাছে একটি মহাসড়কে অন্তত ১২ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

সোনোরার স্টেট অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় সাতজন পালিয়ে গেছেন। এক বিবৃতিতে জানিয়েছে সোনোরার স্টেট অ্যাটর্নি অফিস। একজন মুখপাত্র ১২ জন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, গোলাগুলির পর দুই নিরাপত্তা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা এখন স্থিতিশীল।

অ্যাটর্নি অফিস জানিয়েছে, জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলেদের নেতৃত্বে সিনালোয়া কার্টেলের একটি অংশের হয়ে কাজ করা সন্দেহভাজন হিটম্যান জেসাস হামবার্তো লিমনের ছেলেকে উদ্ধারের চেষ্টা করছিল বলে সন্দেহ করছে তারা।

সন্দেহভাজন হিটম্যানের ছেলে কার্লোস হামবার্তোকে কয়েক মিনিট আগে ক্যামিনো দেল সেরি থেকে মাদক সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছিল।

আরও পড়ুন...