পিবিএ ডেস্ক : ডাকনাম চিসকা। বাড়ি মায়োরকায়। পড়াশোনোয় বরাবরই ভাল। বিজনেস ম্যানেজমেন্টে গ্রাজুয়েট হন লন্ডনে। এমন সামান্য ছিটেফোঁটা তথ্যই জানা যায় মারিয়া ফ্রান্সিসকা পেরেল্লো সম্পর্কে। সংক্ষেপে তাকে ‘মেরি’ নামেও ডাকা হয়। তিনিই রাফায়েল নাদালের স্ত্রী হতে যাচ্ছেন। এটিপি-র টুইটার সূত্রে এমনই জানা গেছে। স্পেনের পত্রিকায় খবর ছাপা হয়েছে যে, কয়েক দিনের মধ্যেই ভূমধ্যসাগরের কোনও দ্বীপে পেরেল্লার সঙ্গে বিয়ে সেরে ফেলবেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
নাদাল নিজে বলেছেন, ‘বিয়েটা সেরে ফেলতে চাই। পরিবার নিয়ে থাকতে চাই। আমাদের বাচ্চারা আপন খেয়ালে বেড়ে উঠবে। ছেলে-মেয়েরা যা ইচ্ছে করতে পারবে। কোনও কিছু চাপিয়ে দেব না।’
পেরেল্লা কিন্তু বিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো মুখ খোলেননি। টুইটার, ইনস্টাগ্রাম কোথাও তিনি নেই। সম্প্রতি অস্ট্রেলীয় ওপেনে এসেছিলেন। নাদালের খেলার সময় বারবারই তাকে দেখানো হচ্ছিল টিভি ক্যামেরায়। ৩০ বছর বয়সী মেরি বলেছিলেন, ‘প্রত্যেকের জীবনে নিজস্ব যায়গা থাকা উচিত।’
১৪ বছর ধরে নাদালের সঙ্গে সম্পর্ক মেরি’র। একটা সময়ে নাদালের সংস্থায় চাকরি করতেন। সহকর্মীরা নাকি আড়ালে বলতেন, রাফার জন্যই চাকরিটা পেয়েছেন। শুনেই চাকরি ছেড়ে দেন। এখন নাদালের ফাউন্ডেশন তিনিই চালান। অচিরেই হয়তো সংসারও চালাবেন।
পিবিএ/ জিজি