পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের ছেলে পল্টু মিয়া সৌদি আরবে আত্মহত্যা করেছেন। সে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে ও সৌদি প্রবাসী।
বৃস্পতিবার ভোররাতে সৌদি আরবের নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে পল্টুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্র জানায় পল্টু গত ৬ বছর আগে কর্মের সুবাদে সৌদি আরবে যায়। ৫ বছর সেখানে থাকার সে বিয়ে করার জন্য গত বছর বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর বিয়ে করে আবারও সৌদিতে চলে যায়। পল্টুর সিলিংফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার সহকর্মীরা সৌদি থেকে খবর দেয়। সে কয়েক মাস আগে থেকে মানসিক রোগে ভূগছিল।
পিবিএ/জিএস সাজু/এএম