পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বিজয় হোসেন (২৭) নামের এক অটো চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার অটো ছিনতাই করে পালানোর সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। হত্যার শিকার অটো চালক বিজয় হোসেন গাংনী উপজেলার ওলিনগর মাঝের পাড়ার আব্দুল হাকিমের ছেলে। আটককৃত দু’ছিনতাইকারী একই উপজেলার মুন্দা গ্রামের বাসিন্দা ইব্রাহিম ও বাওট গ্রামের রকি। দৌলতপুর থানা পুলিশের টহলদল দু’ছিনতাইকারীকে আটক করে। এবং নিহত বিজয়কে উদ্ধার করে থানা নিয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া-শ্যামপুর সড়কের পাশে এ হত্যার ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ও দৌলতপুর থানার ওসি আজম আলী জানান,অটোচালক বিজয় হোসেনের অটো ভাড়া করে রকি ও ইব্রাহিমসহ আরো একজন। তারা বিজয়কে নিয়ে মহাম্মদপুর শ্যামপর সড়কের পৌছায়। এ সময় বিজয়ের কাছ থেকে অটো ছিনতাই করতে গেলে,ধস্তাধস্তি হয়। বিজয়ের আত্মচিৎকারে ওই সড়কের টহল পুলিশ এগিয়ে আসার আগেই রকি,ইব্রাহিম ও তাদের সহযোগিরা বিজয়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার অটো ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রকি ও ইব্রাহিমকে আটক করে। আটককৃত দু’জন হত্যার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
পিবিএ/জিএস সাজু/বাখ