পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের সহযোগিতায় ও গাংনী উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
এদিন সকাল ১০টার দিকে এ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোজনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান,আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু,সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর,রুরাল ভিশন সংস্থার পরিচালক আনোয়ারুল ইসলাম,সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক মহিবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পিবিএ/জিএস সাজ/বিএইচ