মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিষেধক টিকা কার্যক্রম অনুষ্ঠিত

পিবিএ,মেহেরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দিন ব্যাপি মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার সকল ইউনিয়নে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

পূর্বে থেকে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকা গ্রহণ করেছেন।

টিকা নিতে আসা ভূক্তভোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেছে। এ কার্যক্রম সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য পুলিশ-আনসার ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেছে।
টিকা নিতে আসা অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। অনেকটা অসচেনতন ভাবে টিকা গ্রহণ করেছে ভূক্তভোগীরা।

মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান জানান এবারের টিকা কার্যক্রম বড় ধরণের উৎসবের মতো মনে হচ্ছে। কারণ উপস্থিতিতে বলে দেয় মানুষের মধ্যে টিকাগ্রহণে একটু আনন্দ উদ্দীপনা রয়েছে।

পিবিএ/সাহাজুল সাজু/এমএসএম

আরও পড়ুন...