মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলেন মৎস্যজীবি লীগ নেতা-কর্মীরা

পিবিএ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বসুন্ধরা মাঠে কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দিলেন মৎস্যজীবি লীগ নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌগাছা গ্রামের কৃষক শামীম রেজার ১ বিঘা জমির ধান কেটে দেয়া হয়।

মেহেরপুর জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক আবু আবিদ উপস্থিত থেকে ধান কেটে দেন। এসময় ধান কাটার কাজে অংশ গ্রহণ করেন গাংনী উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,গাংনী পৌর মৎস্যজীবি লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ,গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান,গাংনী উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক পিবিএ,কে বলেন করোনা ভাইরাসের সংকটকালে লকডাউনের কারণে মানুষ ঘরের বাইরে যেতে পারছেনা। এমনটি জমির ধান কাটার জন্য কৃষকরা শ্রমিকও পাচ্ছে না। এ কারণে কৃষকলীগ এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

পিবিএ/সাহাজুল সাজু/বিএইচ

আরও পড়ুন...