
পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহর থেকে ৭শ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ৭জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-বামন্দী নিশিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে হাসিবুল ইসলাম শুভ (৩২), মনিরুল ইসলামের ছেলে রনি (২৪), মঈন উদ্দীনের ছেলে বশির আহাম্মেদ (৩৫), নায়েব আলীর ছেলে আব্দুল হালিম (২১), জিল্লুর রহমানের ছেলে কাদুল হোসেন (৩২), নসিব উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও মৃত খোকন আলীর ছেলে আকুল হোসেন (১৮)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বামন্দী শহরের নিশিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল খায়ের জানান,নিশিপুর ফরাজিপাড়ায় একদল যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ৭জন মাদক সেবনকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের শনিবার সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।