পিবিএ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে গাঁজা গাছ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় আলতাব হোসেন (৫৬) নামের একজনকে আটক করা হয়েছে। সে কাজীপুর গ্রামের মুন্সীপাড়ার মৃত আদু মন্ডলের ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজীপুর গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় মরিচ ক্ষেত্রে মালিক আলতাব হোসেকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের রবিউল ইসলাম জানান,কাজীপুর গ্রামের আলতাব হোসেনের মরিচ ক্ষেতে গাঁজা গাছের চাষ করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল অভিযান চালায়। এ সময় ৪টি গাঁজা গাছ উদ্ধারসহ মরিচ ক্ষেত্রে মালিক আলতাব হোসেকে আটক করা হয়।
পিবিএ/জিএস সাজু/বিএইচ