মেহেরপুরে দুই বিএনপি কর্মী আটক

সাহাজুল সাজু,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি নামে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বেড়াপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানিকে আটক করা হয়।

আটককৃত তারেক মেহেরপুর শহরের শেখপাড়ায় মোতালেব হোসেনের ছেলে ও নাহিদ মাহমুদ সানি মেহেরপুর বড় বাজার এলাকার সাঈদ মাহমুজ্জামানের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানিকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৪টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনা মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...