মেহেরপুরে নারীসহ ৪ জন করোনা আক্রান্ত

পিবিএ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীতে মহিলাসহ ৪জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তরা হলো-গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ৬৫ বছর ও ২৪ বছর বয়সী দু’জন ,গোপালনগর গ্রামের ৩৬ বছর বয়সী একজন এবং হিজলবাড়ীয়া গ্রামের ৩৮ বছর বয়সী একজন। আক্রান্তদের মধ্যে হিজলবাড়ীয়া গ্রামের একজন নারী।

আজ শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, আক্রান্ত ব্যক্তিরাসহ তাদের পার্শ্ববর্তি ১০টি বাড়ি লকডাউন করা হবে।

এছাড়া আক্রান্ত ব্যাক্তিদের নিজ-নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া হবে। মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান, বৃহস্পতিবার মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৯ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪জনের করোনায় পজেটিভ বলে ফলাফল আসে।

পিবিএ/সাহাজুল সাজু/বিএইচ

আরও পড়ুন...