মেহেরপুরে প্রকাশ্যে বৃদ্ধার গলার চেইন ছিনতাই

সাহাজুল সাজু,মেহেরপুর: মেহেরপুর জেলা শহরের চক্রপাড়ার সড়কে প্রকাশ্যে-দিবা লোকে রহিমা খাতুন নামের এক বৃদ্ধার গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃদ্ধা রহিমা চক্রপাড়ার মকবুল হোসেনের স্ত্রী।
আজ সোমবার সকাল ৬টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বৃদ্ধা রহিমা খাতুনের নাতি ছেলে রকি মিয়া জানান আমার দাদি সকালে বাড়ির পাশে সড়কে হেঁটে-হেঁটে ব্যয়াম করছিল। এসময় একজন যুবক তাকে ধাক্কা মেরে সড়কে ফেলে দিয়ে গলার চেইন ছিনতাই করে। আশে-পাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে তাড়া করলে,ছিনতাইকারি পালিয়ে ।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান ছিনতাইকারীকে চিহ্নিত ও আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

আরও পড়ুন...