মোংলাপোর্ট পৌরসভার সাবেক মেয়র মোল্লা জলিল আর নেই


পিবিএ,মোংলা: মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পৌর বিএনপি’র সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিল ( ৬২ ) আর নেই। ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় মোংলাস্থ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি—রাউিন )। দীর্ঘদিন তিনি কিডনি রোগে ভূগছিলেন।

শনিবার বিকেল সোয়া ৫টায় মোংলার হেলিপ্যাড মাঠে মোল্লা আব্দুল জলিলের জানাজা নামাজ পূর্ব শোক সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। শোক সভায় বক্তব্য রাখেন মোল্লা আব্দুল জলিলের ছোট ভাই আনসার-ভিডিপি’র খুলনা বিভাগের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও ম্ওালানা জাহাঙ্গীর হোসেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুল হালিম খোকন, অধ্যাপক গাজী তৈয়াবুর রহমান, অধ্যক্ষ মোঃ সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনুর সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপি নেতা এমরান হোসেন, কাউন্সিলর মোঃ হোসেন, কাউন্সিলর খোরশেদ আলম, কাউন্সিলর ইমান হোসেন, মোল্লা আফজাল হোসেন, মোল্লা খলিলুর রহমান, মোল্লা মোঃ সুজন, মোঃ নাসির তালুকদার, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী প্রমূখ।

শোক সভা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন। মোল্লা আব্দুল জলিল মৃত্যুকালে স্ত্রী মোল্লা লাকী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। ২৯ মার্চ রবিবার সকাল ১০টায় মোংলার খোনকারবেড় গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মোল্লা আব্দুল জলিলকে দাফন করা হবে।

পিবিএ/মোঃ নূর আলম/এমএসএম

আরও পড়ুন...