মোংলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী-সমাবেশ

পিবিএ,মোংলা: ডেঙ্গ মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই” শ্লোগানে মোংলা উপজেলা পরিষদের আয়োজনে ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী শেষে চৌধুরী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন প্রয়োজনে এক মাস ধরে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চলবে। সমাবেশের আগে উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালী বের হয়ে মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীর মোড়ে সমাবেশের মাধ্যমে কর্মসুচি শেষ হয়।

পিবিএ/মোঃ নূর আলম/বিএইচ

আরও পড়ুন...