
পিবিএ,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত ঝালকাঠি জেলার বার বার নির্বাচিত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের পরিবার পরিকল্পনা অধিদফতর কর্তৃক দেশব্যাপী ৯ থেকে ১৪ ডিসেম্বর সেবা সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবামুলক কর্মকাণ্ডে সহযোগিতা করায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিভাগেন শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ায় বরিশাল বিভাগীয় কমিশানর মোঃ শওকত আলী (অতিরিক্ত সচিব), ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সহ মাঠ পর্যায়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,
এ অর্জন আমার ব্যাক্তিগত নয়, সকলের।
আমি এ অর্জন সকলের প্রতি উৎসর্গ করলাম।