মোনাজাত শেষে ফেরার পথে ছিনতাইকারীর কবলে, গ্রেফতার ১

বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পরেন মেহেদী হাসান সাহেদ(২৬)। ছিনতাইকালে ছিনতাইকারী হাতে নাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি হলো, আনোয়ার হোসেন মিলন (২৯)।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, টঙ্গী রেল স্টেশনে রেলওয়ে পুলিশ কর্তৃক দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লী জনাব মেহেদী হাসান সাহেদ(২৬), আখেরী মোনাজাত শেষে বাসায় ফেরার পথে টঙ্গী রেলওয়ে স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে ছিনতাইকারীর কবলে পড়েন। স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ জনৈক আনোয়ার হোসেন মিলন (২৯) নামক একজন ছিনতাইকারীকে ছিনতাই কালে তাৎক্ষণিকভাবে আটক করেন। তিনি একজন কুখ্যাত ছিনতাইকারী। রাজধানীর সায়েদাবাদ বাস স্টেশনসহ বিভিন্ন স্পটে ছিনতাই কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...