বিএ,নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে মশা নিধনে ওষুধ স্প্রে করার কর্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মীদের পাশে থেকে এ মশা নিধন অভিযানের নেতৃত্বদেন পৌর মেয়র এড. লতিফুর রহমান রতন। এ সময় মেয়র বাড়ি বাড়ি গিয়ে সাবইকে মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতনতামূলক পরামর্শ দেন।
পৌর মেয়র লতিফুর রহমান জানান, নাগরিক সুবিধায় পৌরসভার পক্ষ থেকে সম্ভব সবকিছু করা হচ্ছে। পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দেয়া হচ্ছে। সম্প্রতি পৌর এলাকার সব রাস্তা প্রসস্ত করার কার্যক্রম চলছে। এর মধ্যে সিংহভাগ কাজ শেষের পথে। মেয়রের এমন উন্নয়ন পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয়রা। মশক নিধন কাজের ফাঁকে এলাকাবাসী এসে তার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করতে শোনা গেছে।
পিবিএ/সাইফুল আরিফ জুয়েল/বিএইচ