
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত(২২), রিপন (৩৫), গোলাপ(৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০), ইউসুফ (৪০)।
বুধবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, মাদক মামলার ৫ জন, অন্যান্য মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ১ জন, দূস্যতার মামলায় ১ জন, পরোয়ানা ১জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।