রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা হতে ৩০০ রাউন্ড গুলিসহ দুইটি পিস্তল উদ্ধার করেছে র্যাব।
অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ গুলো উদ্ধার করে র্যাব-২ একটি দল।
র্যাব-২ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।